শনিবার থেকে ভর্তুকিতে ভোগ্যপণ্য বিক্রয় করবে চেম্বার

নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে আগামী শনিবার থেকে ভর্তুকিতে ভোগ্যপণ্য বিক্রয় শুরু করার কথা জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। এ সেবাটি গ্রহণ করে প্রতি বছরের ন্যায় এ বছরও উপকৃত হব বলে মনে করছেন এ সংস্থাটির কর্মকর্তারা।

 

শনিবার সকালে আগ্রাবাদস্থ চেম্বার হাউসের সামনে এ কাRamadanর্যক্রমের উদ্বোধন করবেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

 

বৃহস্পতিবার দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সেক্রেটারী ইনচার্জ প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে চেম্বার সভাপতি পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী সম্প্রদায়সহ সর্বস্তরের জনগণের প্রতি অগ্রিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। রমজান যাতে সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে তার জন্য পরম করুণাময় আল্লাহর রহমত কামনা করেন।

এছাড়া রমজান মাস উপলক্ষে নিত্য পণ্যবাহী যানবাহনসমূহের নির্বিঘ্নে চলাচল এবং মার্কেটসমূহে ক্রেতা সাধারণের নিরাপত্তা ও যাতায়াতের ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

 

রিপোর্ট : রাজীব

এ এস / জি এম এম / আর এস পি :::

 

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!