সৌদি আরবে ছাদ ধসে মারা গেলেন লোহাগাড়ার ইরফান

সৌদি আরবে মদিনায় দ্বিতল বাড়ির বাথরুমের ছাদ ধসে মোহাম্মদ ইরফান (২০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) সৌদি সময় দুপুর সাড়ে ১২টা কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ইরফান দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় মেম্বার পাড়ার সৌদিপ্রবাসী আবুল কাশেমের পুত্র।

ইরফান মদিনা শরিফের একটি খেজুরের দোকানে চাকরি করতেন। গত এক বছর আগে চাচার দেওয়া ভিসা নিয়ে তিনি সৌদি আরব যান।

ইরফানের আত্মীয় কামাল হোসেন জানান, বুধবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় টয়লেটে ঢুকলে টয়লেটের ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। রুমমেটরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ সৌদি আরবের জান্নাতুল বাকিতে কবরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ইরফান যে বাড়িতে থাকতেন বাড়িটি ছিল পুরানো এবাং কাঠের দুই তলাবিশিষ্ট। কাঠের ছাদের উপরে টাইলস থাকাতে বোঝা যায়নি কাঠটি ভাঙ্গা। টয়লেটের নিচের কাঠ পচে গিয়ে ভেঙে পড়ে যায়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!