প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের অঙ্গীকার

বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভা

প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদগুলো দ্রুত পৌঁছে দিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টার অঙ্গীকার করেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

শনিবার ( ৪ মে) রাতে দুবাইয়ের একটি হোটেলে বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র জরুরি সভায় এমন অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের ইতিবাচক সংবাদ গুলোর উপর বেশি গুরুত্ব দিয়ে কাজ করার পাশাপাশি সকল সংবাদ যথাসময়ে পৌঁছে দিতেও প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সংগঠনের কার্যক্রম গতিশীল করতে ডাকা জরুরি সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব এর সহ সভাপতি রফিক উল্লাহ। সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায় আলোচনায় অংশ নেন সিনিয়র সহ সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি, সহ সম্পাদক মোদাচ্ছের শাহ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল শাহীন, অর্থ সম্পাদক মহিউল করিম আশিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জিত শীল, আইন বিষয়ক সম্পাদক সানজিদা ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইশতিয়াক আসিফ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ইছমাইল প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!