আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের মতবিনিময় সভা

‘প্রবাসীদের বাদ দিয়ে দেশের কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। প্রবাসীরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স বৈধ পথে দেশে পাঠিয়ে আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে পর্দার অন্তরাল থেকে কাজ করে যাচ্ছেন।’

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২ মে) রাতে স্থানীয় জাফরি হোটেলে সভায় সভাপতিত্ব করেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসাইন বাবুল। সাধারণ সম্পাদক নাসির তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আমিরাত সফররত চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী শামশুল আলম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইমরাদ হোসেন ইমু, শওকত আকবর, জমির হোসেন, আবু তাহের প্রমুখ।

এ সময় বক্তারা দেশের শিক্ষা, চিকিতসা, আবাসন সহ প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের যথাযথ মূল্যায়নের আহবান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!