কাঠফাটা রোদে জারুলের বেগুনী সাজ

এই কাঠফাটা রোদে জারুলের বেগুনী সৌন্দর্য্য নৈসর্গিক মুগ্ধতা ছড়ায়।এদেশে গ্রীষ্মের শুরু থেকে শরৎ পর্যন্ত এ ফুলের দেখা মেলে। সৌন্দর্য্য ছাড়াও ওষধীগুণের জন্যও জারুল বিখ্যাত। বাংলাদেশ, ভারত ছাড়াও চীন, মালয়েশিয়ায় জারুল দেখা যায়। (জারুলের ইংরেজি নাম- Giant Crape-myrtle, Queen’s Crape-myrtle, Banabá Plant, Pride of India)। জারুলের বৈজ্ঞানিক নাম- Lagerstroemia speciosa । নগরীর ডিসি হিল থেকে জারুল ফুলের ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী কমল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!