বর্ণাঢ্য আয়োজনে সুকন্যা এ্যাওয়ার্ড প্রতিযোগিতা

বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ব্লু এন পিংক সুকন্যা অ্যাওয়ার্ড প্রতিযোগিতা। বিজয়ী সুকন্যার মুকুট অর্জন করেন কেয়া দাস, রানার্স আপ ফাতেমা সুলতানা ও ২য় রানার্স আপ ঝিকি চাকমা।

রোববার (৩০ জুন) রাতে চট্টগ্রাম অফিসার্স ক্লাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রোগ্রাম প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন ও মিস হাবিব তাজকিরাজ বিজয়ী সিনথিয়া চৌধুরী।

উদযাপন কমিটির মহাসচিব ‘ব্লু এন পিংক’ এডমিন প্রিয়াংকা প্রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধকের বক্তব্য রাখেন চট্টগ্রাম লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিনাত আজম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিজাইনার রওশন আরা চৌধুরী। বিচারকের দায়িত্ব পালন করেন উদযাপন কমিটির চেয়ারম্যান ও উইম্যান চেম্বারের ভাইস চেয়ারম্যান রেখা আলম চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ডিজাইনার সুব্রত বড়ুয়া রনি, উদযাপন কমিটির ভাইস চেয়ারম্যান মিয়া বিবির চেয়ারম্যান সুলতানা নুরজাহান রোজী। অনুষ্ঠানের কোরিওগ্রাফি করেন স্টার ফেয়ার ফ্যাশন এন্ড ড্যান্স ইন্সিটিটিউটের পরিচালক আলমগীর হোসেন আলো।

সাংস্কৃতিক পর্বে চট্টলকুঁড়ির শিক্ষার্থীদের ফ্যাশন শো ও নৃত্য, হালকা হালকা প্রেম নিয়ে কণ্ঠশিল্পী রুপা রোজারিন, আসাদুর রহমান সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলামিষ্ট অধ্যাপক ড. মাসুম চৌধুরী, ব্লু এন পিংকের এডমিন সুমিত চক্রবর্তী ও পারমিকা পাল, সাংবাদিক ফোরকান আবু, বিজয় ৭১ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, গীতিকবি সংসদের সহ-সভাপতি ফারুক হাসান, সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলি, মেকআপ সেকআপ’এর এডমিন যুথি চৌধুরী, ট্যালন্টে হান্ট বাংলাদেশ’র চেয়ারম্যান মশিউর রহমান, পারফেক্ট ম্যান ওমেনের প্রেসিডেন্ট কাজী নাজমুল হাসান।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!