চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের মেলায় উপচেপড়া ভিড়

ঈদ এক্সট্রাভ্যাগেনজা

মেলার শুরু থেকেই চট্টগ্রাম নগরীর সব বয়সী নারীর আগ্রহের কেন্দ্রে রয়েছে তিন দিনের এই মেলা। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই মেলায় ভিড় করছে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও তরুণ-তরুণীরা। মেলায় মোট ৪৭টি স্টল রয়েছে। প্রতিটি স্টলেই ভিড় করছেন ক্রেতারা।

চট্টগ্রামের তারকা হোটেল পেনিনসুলায় ‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’ শিরোনামে আয়োজিত ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মেলায় ব্যাপক সাড়া মিলছে। শুক্রবার ছুটির দিন এই মেলায় রীতিমত উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এই মেলায় ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি দুবাই থেকেও নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন। সাশ্রয়ী মূল্যে মেলা থেকে কেনা যাচ্ছে অত্যাধুনিক সব ডিজাইনের পোশাক, জুয়েলারি, কসমেটিকস সামগ্রীসহ নানা কিছু। মেলার টাইটেল স্পন্সর হিস্টোরি বাই ম্যানহুড।

eid extravaganza 2019

‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’র অন্যতম আয়োজক লামোর ইভেন্টের কর্ণধার শাদ শাহরিয়ার জানান, পেনিনসুলার ডালিয়া হলে বৃহস্পতিবার সকাল থেকে এই মেলা শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ারের উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব। এছাড়া বিশেষ অতিথি ছিলেন প্যাসিফিক জিন্স লিমিটেডের হেড অব ডিজাইন এন্ড ডেভলপমেন্ট রুথমিলা ফরিদ, নার্গিস মেডি স্পা’র উদ্যোক্তা শবনম মৌ, মেকআপ আর্টিস্ট আনিকা আনোয়ার এবং জেনিফার জুলি। এছাড়াও উপস্থিত ছিলেন মেক-আপ শেক-আপ-এর উদ্যোক্তা ও এডমিন জুহি চৌধুরী, রিফাত ক্রিয়েশনের স্বত্ত্বাধিকারী রিফাত সুলতানা, সাফায়েত সাকি, সাইফ শোয়েব প্রমুখ।

মেলার শুরু থেকেই চট্টগ্রাম নগরীর সব বয়সী নারীর আগ্রহের কেন্দ্রে রয়েছে তিন দিনের এই মেলা। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই মেলায় ভিড় করছে বিভিন্ন বয়সী নারী পুরুষ ও তরুণ-তরুণীরা। মেলায় মোট ৪৭টি স্টল রয়েছে। প্রতিটি স্টলেই ভিড় করছেন ক্রেতারা।

eid extravaganza 2019

‘ঈদ এক্সট্রাভ্যাগেনজা’র আয়োজক রিফাত ক্রিয়েশনের উদ্যোক্তা রিফাত সুলতানা এবং মেক-আপ শেক-আপের এডমিন জুহি চৌধুরী জানান, চট্টগ্রামে এই ঈদ এক্সট্রাভ্যাগেনজার মাধ্যমে আমরা নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহ জাগানোর পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে লাভবান করতে পারছি। বিপুল সংখ্যক ক্রেতা, বিক্রেতা, উদ্যোক্তা এই ফেয়ারের সাথে সম্পৃক্ত। ক্রেতারা এখান থেকে সাশ্রয়ী মুল্যে পোষাক জুয়েলারিসহ তাদের পছন্দের সামগ্রী কিনতে পারছেন। অপরদিকে নারী উদ্যোক্তারা যারা ঘরে বসে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে নিজের পণ্য বিক্রি করেন তারা একই ছাদের নিজে শত শত ক্রেতা দর্শনার্থীদের সামনে তাদের পণ্য উপস্থাপন ও বিক্রি করতে পারছেন। এতে সবার সাথেই একটি মেলবন্ধন সৃষ্টি হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!