অযান্ত্রিকের আবৃত্তি সন্ধ্যা ‘আসছে এবার অনাগত’

নবীনদের অংশগ্রহণে ‘আসছে এবার অনাগত’ শিরোনামে মনোমুগ্ধকর আবৃত্তি সন্ধ্যার আয়োজন করেছে অযান্ত্রিক বাচিক চর্চালয়। ৬ এপ্রিল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) আর্ট গ্যালারিতে অযান্ত্রিকের এক ঝাঁক নবীন আবৃত্তি শিল্পীর পাশাপাশি আমন্ত্রিত হিসেবে কবিতা পড়ে শোনান আবৃত্তি সংগঠন উচ্চারক, তারুণ্যের উচ্ছ্বাস, বোধন, শৈশব এবং স্বরনন্দনের নবীন শিল্পীরা।

শিশুদের একক আবৃত্তিতে অংশগ্রহণ করেন মো. শারহান সারওয়ার, সুমাইতা সামিহা সিমিন, অহনা বিশ্বাস, অধরা রোদসী এবং নাজিফা তাজনুর। শিশুদের আবৃত্তির পরেই আশীর্বচন প্রদান করেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ রিতা দত্ত ও হাজী মুহাম্মদ মহসিন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মহি মুহাম্মদ।

এরপর একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসেন অযান্ত্রিকের নবীন বাচিক শিল্পীরা। আবৃত্তি করেন জ্যাকসন দাশ, তৌহিদ তানভীর, ইশরাত জেবিন দোলা, অর্কেটিস সরকার দে, অনামিকা চক্রবর্তী, অনিক বড়ুয়া, সব্যসাচী আচার্য্য ও চৌধুরী স্বর্ণালী বড়ুয়া। পাশাপাশি শিল্পীরা গান, আবহ সঙ্গীত এবং চিঠি পাঠের সমন্বয় ঘটান। আবহ সঙ্গীত নিয়ন্ত্রণে ছিলেন অঞ্জন দাশ।

অযান্ত্রিকের পরিবেশনা শেষ হলে মঞ্চে আমন্ত্রিত শিল্পী হিসেবে আবৃত্তি পরিবেশন করেন মালবিকা সিঁথি, মৃত্তিকা চক্রবর্তী, সৈয়দ সাজ্জাদ হোসেন এবং অরুণা দত্ত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তি শিল্পী লুবাবা ফেরদৌসী সায়কা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!