৬০০ গোলের অভিজাত ক্লাবে রোনালদো

রেকর্ডের মুকুটে আরো একটি পালক। ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলকে পা রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত পরশু সিরি ‘এ’তে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শিরোপা নিশ্চিত করে ফেলা জুভেন্টাস। ওল্ড লেডিদের হয়ে একমাত্র গোলটি রোনালদোর। তাতেই করলেন ৬০০ গোল। লিওনেল মেসি ৫৯৮ গোল করে নিঃশ্বাস ফেলছেন রোনালদোর গায়ে। পর্তুগিজ যুবরাজ স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানইউর জার্সিতে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ আর জুভেন্টাসে যোগ দিয়ে করলেন ২৭ গোল। সিরি ‘এ’তে তাঁর গোল এখন ২০টি। এ নিয়ে টানা ১০ মৌসুম লিগে অন্তত ২০ গোলের কীর্তি রোনালদোর।

এদিকে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টারর সিটি। ৬৩ মিনিটে একমাত্র গোলটি সের্হিয়ো আগুয়েরোর। ৩৬ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৯২ আর লিভারপুলের ৯১। চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন প্রায় শেষ ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩৬ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৬৫ আর চেলসির ৬৮। অন্য ম্যাচে লিস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে আর্সেনাল। লিস্টারের হয়ে জেমি ভার্ডি দুটি আর ইউরি তিলেমানস করেন এক গোল। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন পাঁচে।

রেকর্ডের মুকুটে আরো একটি পালক। ক্লাব ফুটবলে ৬০০ গোলের মাইলফলকে পা রাখলেন ক্রিস্তিয়ানো রোনালদো। গত পরশু সিরি ‘এ’তে ইন্টার মিলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শিরোপা নিশ্চিত করে ফেলা জুভেন্টাস। ওল্ড লেডিদের হয়ে একমাত্র গোলটি রোনালদোর। তাতেই করলেন ৬০০ গোল। লিওনেল মেসি ৫৯৮ গোল করে নিঃশ্বাস ফেলছেন রোনালদোর গায়ে। পর্তুগিজ যুবরাজ স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানইউর জার্সিতে ১১৮, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ আর জুভেন্টাসে যোগ দিয়ে করলেন ২৭ গোল। সিরি ‘এ’তে তাঁর গোল এখন ২০টি। এ নিয়ে টানা ১০ মৌসুম লিগে অন্তত ২০ গোলের কীর্তি রোনালদোর।

এদিকে গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে ম্যানচেস্টারর সিটি। ৬৩ মিনিটে একমাত্র গোলটি সের্হিয়ো আগুয়েরোর। ৩৬ ম্যাচ শেষে সিটির পয়েন্ট ৯২ আর লিভারপুলের ৯১। চেলসির সঙ্গে ১-১ গোলে ড্র করে সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন প্রায় শেষ ম্যানচেস্টার ইউনাইটেডের। ৩৬ ম্যাচে ম্যানইউর পয়েন্ট ৬৫ আর চেলসির ৬৮। অন্য ম্যাচে লিস্টার সিটির কাছে ৩-০ গোলে হেরেছে আর্সেনাল। লিস্টারের হয়ে জেমি ভার্ডি দুটি আর ইউরি তিলেমানস করেন এক গোল। ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন পাঁচে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!