র‌্যাপিড রেটিং দাবায় মালেক চ্যাম্পিয়ন

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিপিএ-বাংলা নববর্ষ র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতায় ফিদে মাস্টার আব্দুল মালেক ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। সমান পয়েন্ট পেয়েও ট্রাইব্রেকিং এ পিছিয়ে থাকায় অপরাজিতভাবে রানার আপ হয়েছে ফজলে নুর বাপ্পী।

সাড়ে ৫ পয়েন্ট পেয়ে মুজিবুর রহমান তৃতীয়, আহমদ মঈন উদ্দীন চতুর্থ, দিব্য দাস পঞ্চম স্থান, রাব্বি সেলিম ষষ্ঠ, ৫ পয়েন্ট পেয়ে রত্নজয় সপ্তম, প্রকৌশলী এসএম তারেক অষ্টম, রাকিবুর ইসলাম সাচ্চু নবম স্থান লাভ করেন। অনূর্ধ্ব-১৬ বিভাগে নাজমুল হায়াত সাড়ে ৪ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন, ৪ পয়েন্ট পেয়ে ঋষি তালুকদার রানার আপ হয়েছে। এছাড়া মহিলা বিভাগে তাসপিয়া প্রিয়া, নব রেটেড বিভাগে মো. আমিনুল ইসলাম, ৫০ উর্ধ্ব বিভাগে আহমদ মজুমদার, অনূর্ধ্ব-১৪ বিভাগে তুষিন তালুকদার, রেটিং ১০০০-১৬০০ বিভাগে মীর্জা আরিফুর রহমান, রেটিং ১৬০১-১৭০০ বিভাগে সবুজুর রহমান, রেটিং ১৭০১-১৮০০ বিভাগে আসিফুর রহমান এবং রেটিং ১৮০১-১৯০০ বিভাগে নাসির হাসান পুরস্কার লাভ করেন।

বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত এই আন্তর্জাতিক র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় আন্তর্জাতিক রেটেড দাবাড়ুসহ মোট ৭৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। দিনব্যাপি ৭ রাউন্ড সুইচ লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই দাবা প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এশিয়ান জোনাল দাবার সভাপতি, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম।

বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম সাচ্চু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী এসএম তারেকের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম, হাসান রফিকুল সহ আরও অনেকে। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করে সিজেকেএস দাবা কমিটির সম্পাদক তনিমা পারভীন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!