রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জিদান

রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন জিদান 1ক্রীড়া প্রতিদিন : পাঁচ দিন আগেই জিতেছেন চ্যাম্পিয়নস লিগের হ্যাটট্রিক শিরোপা। রিয়াল মাদ্রিদে সেই উৎসব এখনও থামেনি, এরই মধ্যে ‘লস ব্লাঙ্কোদের’ কোচের পদ থেকে আচমকা সরে দাঁড়ালেন জিনেদিন জিদান।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে রিয়ালের কোচের চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছেন ফরাসি কিংবদন্তি। ইউরোপিয়ান ফুটবলে ধারাবাহিক সাফল্য পাওয়ার পরও পদত্যাগ করার কারণে তিনি জানিয়েছেন, খেলোয়াড়ের নতুন ‘মেথড’-এর প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। নতুন কোচের অধীনে রিয়ালের ‘চলার সময় এসেছে’ বলেও মন্তব্য করেছেন জিদান।

গত শনিবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে লিভারপুলের মুখোমুখি হয়েছিল রিয়াল। কিয়েভের ওই ফাইনালে ইংলিশ ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপিয়ান প্রতিযোগিতার টানা তৃতীয় শিরোপা ঘরে তোলে রিয়াল। জিদানের হাত ধরেই এসেছে এই সাফল্য। অথচ বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা করেছেন তিনি, ‘সিদ্ধান্ত নিয়েছি সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে না থাকার। গতকাল (বুধবার) আমার কথা হয়েছে (রিয়াল সভাপতি) ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে। তাকে আমি আমার অনুভূতি, চিন্তা-ভাবনার কথা জানিয়েছি। জানি এই মুহূর্তে বিষয়টি সবার কাছে অবাক করার মতো, তবে আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি।’

কেন এই সিদ্ধান্ত, সেই ব্যাখ্যায় বলেছেন, ‘দলের জয়ের ধারা সচল রাখা প্রয়োজন, তবে আমার মনে হয় তিন বছর পর পরিবর্তনটা দরকার। অন্যরকম কিছু, অন্যরকম বার্তায়, অন্য উপায়ে এগিয়ে যাওয়া দরকার। এই কারণেই আমি সিদ্ধান্তটা নিয়েছি।’ সঙ্গে যোগ করেছেন, ‘এই ক্লাবকে আমি ভালোবাসি, সভাপতিকেও আমি পছন্দ করি। তিনি আমাকে এই বড় ক্লাবে আসার সুযোগ করে দিয়েছেন, এজন্য আমি সবসময় কৃতজ্ঞ থাকব। কিন্তু পরিবর্তনটা দরকার।’

সদ্য শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সাফল্য পেলেও ঘরোয়া ফুটবলে মোটেও ভালো সময় যায়নি রিয়ালের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারিয়েছে লিগ ও কাপের শিরোপা। যদিও এই ব্যর্থতা বা অন্য বিষয়ে রিয়াল থেকে কোনও ধরনের চাপ আসেনি বলেও নিশ্চিত করেছেন বিশ্বকাপ জয়ী তারকা। স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত। অনেক লোকজন হয়তো এটা বুঝবেন না, তবে এটা আমার সিদ্ধান্তই। সময় এসেছে পরিবর্তনে।’

২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নেন জিদান। সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো তিন বছরে ডাগ আউটে দাঁড়িয়েছেন ১৪৯ ম্যাচে, যেখানে পেয়েছেন ১০৫ জয়। আর শিরোপা সাফল্যে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগের সঙ্গে জিতেছেন ২০১৬-১৭ মৌসুমের লা লিগা। গোল ডটকম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!