মেয়র-চট্টগ্রাম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের তত্ত্বাবধানে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় মেয়র-চট্টগ্রাম ৩৬তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সিজেকেএস জিমন্যাশিয়ামে রোববার (১৫ জুলাই) সন্ধ্যায় উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও সিজেকেএস সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

মেয়র-চট্টগ্রাম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন 1
জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বক্তব্য রাখেন চ্যাম্পিয়নশিপ আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিজেকেএস যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, স্বাগত বক্তব্য দেন চ্যাম্পিয়নশিপ পরিচালনা কমিটির সদস্য সচিব দিদারুল আলম।

এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, মোহাম্মদ ইউসুফ, মো. মশিউর রহমান চৌধুরী, জাহেদুল ইসলাম, আছলাম মোরশেদ, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।

অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, চন্দন ধর, গিয়াস উদ্দিন, দিদারুল আলম মাসুম, মাকসুদুর রহমান বুলবুল, প্রবীণ কুমার ঘোষ, তিমির বরণ চৌধুরী, রাশেদুর রহমান মিলন, হারুনুর রশিদ, নাসির মিঞা, রায়হান উদ্দিন রুবেল, সিজেকেএস ব্যাডমিন্টন কমিটির ভাইস চেয়ারম্যান ডেরিক র‌্যান্ডলফ, আবদুল মান্নান রানা, মাহমুদুর রহমান মাহবুব, যুগ্ম সম্পাদক মোরশেদ খান, সদস্য এনামুল হক এনাম, আখতারুজ্জামান, নিমশান জাহাঙ্গীর, মাইনুল ইসলাম আজাদ, এনামুল হক, মো. জসিম উদ্দিন, কাশেম বিন বাদল, তৌহিদ হোসেন প্রমূখ।

উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে জেলা দল ৪৭টি, বিভাগীয় দল ৭টি, সার্ভিস দল ৪টি, বিশ্ববিদ্যালয় দল ৪টি, শিক্ষাবোর্ড দল ১টিসহ মোট ৬৩টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী মোট খেলোয়াড়ের সংখ্যা ৩১৮ জন। তৎমধ্যে পুরুষ ২৬৮ জন, মহিলা ৫০ জন এবং কর্মকর্তা ৬১ জন।

পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত ও মিশ্রসহ মোট পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!