মেসির পিছু ধেয়ে আসছেন এমবাপ্পে

ইউরোপের সেরা গোলদাতা

লা লিগায় এবার গোল্ডেন শু জুটবে কার ভাগ্যে? জবাব সবারই জানা- বার্সেলোনার অধিনায়ক আর্জেন্টাইন মহানায়ক লিওনেল মেসির। ৩৪ গোল নিয়ে শীর্ষ অবস্থানে তিনি।

তবে স্বস্তিতে নেই মেসি। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। লিগগুলোর মধ্যে গোল্ডেন শু জয়ের দৌড়ে মেসির পিছু ধেয়ে আসছেন তিনি। ৩২ গোল নিয়ে বার্সেলোনা অধিনায়কের পেছনেই দাঁড়িয়ে এ পিএসজি তারকা। ব্যবধান আরও কমিয়ে আনতে পারতেন এমবাপ্পে। কাপ ডি ফ্রান্সের ফাইনালে লালকার্ড দেখে তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন এ স্পিডস্টার। তবে মাঠে ফিরেই দ্যূতি ছড়াতে শুরু করেছেন এমবাপ্পে। ফিরেই জোড়া গোল করেন তিনি।

শনিবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ডিজনের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলে ৪-০ ব্যবধানে জয় পায় পিএসজি। লিগ ওয়ানের ম্যাচের তৃতীয় মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া গোল করে লিড নেন। পরের মিনিটেই এডিনসন কাভানি ডিজোনের জালে বল জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের ৩৬ ও ৫৬ মিনিটে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে।

এ জয়ে লিগে চ্যাম্পিয়নের মুকুট পরা পিএসজি ৩৭ ম্যাচে ২৯ জয় ও চার ড্রয়ে ৯১ পয়েন্ট সংগ্রহ করল। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে লিলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!