মঙ্গোলিয়ার বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ

বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে মঙ্গলবার (৩০ এপ্রিল) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে শুরু হবে সন্ধ্যা ৬ টায়। বাংলাদেশ সেমিফাইনাল খেলছে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে। অন্য দিকে মঙ্গোলিয়া ‘এ’ গ্রুপ রানার্সআপ।

বাংলাদেশকে সেমিফাইনাল খেলতে হচ্ছে আক্রমণভাগের দুই প্রধান খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্নাকে ছাড়াই। দুইজনই চোট পেয়েছেন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচে। স্বপ্না ও কৃষ্ণার লিগামেন্টে লেগেছে। তাদের বিকল্প হিসেবে সাজেদা ও তহুরার খেলার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘সেমিফাইনালের জন্য দলের সদস্যরা প্রস্তুত। কিরগিজস্তানের মতো মঙ্গোলিয়াও শারীরিক শক্তি প্রয়োগ করতে চাইবে। তা মাথায় রেখেই খেলার কৌশল ঠিক করেছি। মেয়েদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছে।’

বাংলাদেশ অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী বলেন, ‘সেমিফাইনালে জয়ের বিকল্প নেই। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়ে খেলবো। মঙ্গোলিয়া আমাদের জন্য নতুন প্রতিপক্ষ। তাদের সম্পর্কে আমাদের ধারণা কম। গ্রুপ পর্বের দুটি ম্যাচের আলোকে তাদের সম্পর্কে আমরা কিছুটা ধারণা পেয়েছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!