বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল নেপালে

এশিয়া কাপ ক্রিকেট

প্রথমবারের মতো বড় পরিসরে বসছে হুইলচেয়ার ক্রিকেটের আসর। নেপালের কাঠমান্ডুতে ৪ দেশের অংশগ্রহণে প্রথমবারের মতো হুইলচেয়ার এশিয়া কাপ টুর্নামেন্ট। যেখানে আজ মঙ্গলবার সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দল।

সকাল দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছাড়ে মোহাম্মদ মহসিনের নেতৃত্বাধীন ১৫ সদস্যের বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল। প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে বেলা সাড়ে ১১টার দিকে কাঠমান্ডুতে গিয়ে পৌঁছান তারা।

বাংলাদেশ ছাড়াও ৪ জাতি এ টুর্নামেন্টের বাকি তিন দল ভারত, পাকিস্তান এবং স্বাগতিক নেপাল। এশিয়া কাপের প্রথম আসরটি মাঠে গড়াবে ১৫ মে থেকে। উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক নেপাল এবং ভারত। একইদিন আসরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

লিগপর্বে বাংলাদেশের পরের দুই ম্যাচ ১৬ এবং ১৭ মে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ১৬ মে সকাল ৯টায় এবং শেষ ম্যাচে ১৭ মে দুপুর ২টায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার (১৮ মে) লিগপর্বের সেরা দুই দলকে নিয়ে হবে ফাইনাল ম্যাচ।

দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ মহসিন জানিয়েছেন তার দল যাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে। সেজন্য তাদের প্রস্তুটিটাও রয়েছে যথাযথ। মহসিন বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এ টুর্নামেন্টের জন্য আমরা অনেকদিন ধরেই অনুশীলন করছি। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাঠে ৪ দিনের অনুশীলন ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে ভালো অবস্থায় আছে দল। আমি আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে।’

এদিকে দলের সহ-অধিনায়ক নূর নাহিয়ান জানিয়েছেন দারুণ একটি তথ্য। রমজানে এ টুর্নামেন্টটি হচ্ছে বিধায় দলের প্রায় সকল সদস্য ম্যাচগুলো খেলবেন রোজা রেখেই। তিনি বলেন, ‘আমাদের দলের প্রায় সবাই রোজা রেখেই খেলবো। এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। যেহেতু সাধারণত আমরা সবাই সবগুলো রোজাই পালন করি, তাই এক্ষেত্রেও রোজা রেখে খেলতে সমস্যা হওয়ার কথা নয়।’

এশিয়া কাপে বাংলাদেশ হুইল চেয়ার স্কোয়াড
মোহাম্মদ মহসিন (অধিনায়ক), নূর নাহিয়ান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠু, লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খন্দকার মইনউদ্দিন আহমেদ, মোহাম্মদ আসিফ হোসেন অপু, মোহাম্মদ রিপন উদ্দিন, মোহাম্মদ রাজন হোসেন, মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ আলম, মোহাম্মদ রামিম শেখ, জাবেদ আহমেদ ও স্বপন দেওয়ান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!