নারী আইপিএলের ফাইনালে জাহানারার দুর্দান্ত বোলিংয়েও দলের স্বপ্নভঙ্গ

নারী আইপিএল খ্যাত উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ফাইনালে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার জাহানারা আলম।

শনিবার (১১ মে) জয়পুরে আসরের ফাইনাল ম্যাচে সুপারনোভাসের মুখোমুখি হয় জাহানারার দল ভেলোসিটি।

ipl-jahanara
বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটার জাহানারা আলম।
টস হেরে ব্যাট করতে নেমে এদিন মাত্র ১২১ রান সংগ্রহ করে ভেলোসিটি। তবে এই ছোট লক্ষ্যকেই সুপারনোভাসের সামনে বড় করে তোলেন জাহানারা। নিজের প্রথম ওভারে তিনি খরচ করেন মাত্র ১ রান।

পরের ওভারে ৪ রানের খরচায় তুলে নেন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটার নাতালিয়া স্কিভারের উইকেট। নিজের পরের ওভারে তিনি শিকার করেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার সোফি ডিভাইনকে। ঐ ওভারে তিনি বিলি করেন মাত্র ৩ রান।

যদিও নিজের শেষ ওভারে রান আটকানোর ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জাহানারা। ইনিংসের ১৬তম ও নিজের চতুর্থ ওভারে জাহানারার বোলিং থেকে সুপারনোভাসের ব্যাটসম্যানরা সংগ্রহ করেন ১৩ রান, ঐ ওভারে কোনো উইকেটও নিতে পারেননি জাহানারা।

শেষ পর্যন্ত ভেলোসিটি মাঠ ছাড়ে পরজয় নিয়েই। যদিও জয় তুলে নিতে সুপারনোভাসকে খেলতে হয়েছে শেষ বল পর্যন্ত। হারমানপ্রীত কৌরের ৫১ রানের ইনিংসে ভর করে দল পেয়ে যায় ৪ উইকেটের স্বস্তির জয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!