ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল

মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিয়ে ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল। শনিবার রোমে তিনি ৬-৩, ৬-৪ গেমে গ্রিসের স্তেফানোস সিসিপাসকে হারালেন। গত সপ্তাহে এই গ্রিকের কাছে হেরে বিদায় নেন মাদ্রিদের ক্লে কোর্ট থেকে।

এই বছর গত চারটি ইভেন্টের সেমিফাইনালে বিদায় নেন নাদাল। শেষ পর্যন্ত সেই গেরো কাটিয়ে ৫০তম মাস্টার্স ১০০০ এর ফাইনালে জায়গা করে নিলেন ৩২ বছর বয়সী স্প্যানিশ তারকা। এক ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে দুর্দান্ত সব ফোরহ্যান্ড শটে গ্রিক প্রতিদ্বন্দ্বীকে পরাস্ত করেন গতবারের চ্যাম্পিয়ন।

নাদাল এই বছরের প্রথম ক্লে কোর্ট ফাইনালে পাচ্ছেন নোভাক জোকোভিচ কিংবা ডিয়েগো শোয়ার্জম্যানকে। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা মুখোমুখি হচ্ছেন আর্জেন্টাইনের। প্রতিপক্ষ নিয়ে চিন্তা করছেন না নাদাল। ফ্রেঞ্চ ওপেনের আগে নবম ইতালিয়ান ওপেন জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান তিনি। বিবিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!