অধিনায়ক করুনারত্মের অপেক্ষা বাড়াল বৃষ্টি

বিশ্বকাপ দল ঘোষণার কয়েকদিন আগে লাসিথ মালিঙ্গাকে সরিয়ে বিশ্বকাপের জন্য নতুন অধিনায়ক হিসেবে দিমুথ করুণারত্নের নাম ঘোষণা করে শ্রীলঙ্কা। ৩১ বছরের করুণারত্নেকে অধিনায়ক ঘোষণা করা নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট মহলে নতুন বিতর্ক শুরু হয়। কারণ ২০১৫ সালের বিশ্বকাপের পর একটাও ওয়ানডে খেলেননি তিনি।

তবে বিশ্বকাপের আগে দলকে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল করুণারত্নের সামনে। কিন্তু সেটা না হয়ে, করুনারত্মের অপেক্ষা বাড়িয়েছে বৃষ্টি। স্কটল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের প্রথম ওয়ানডে বৃষ্টিতে পরিত্যাক্ত হয়েছে।

বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে, ম্যাচের একটি বলও মাঠে গড়াতে পারেনি। ফলে অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে মাঠে নামা হয়নি করুনারত্মের। বিশ্বকাপের আগে অধিনায়ক হিসেবে মাঠে নামতে এখন মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে করুনারত্মেকে। সেদিনই দুই ম্যাচের সিরিজের শেষটি অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!