৩০০ কেজি ভেজাল ঘি জব্দ

৩০০ কেজি ভেজাল ঘি জব্দ 1নিজস্ব প্রতিবেদক : নগরীর চকবাজার থানার বাদুরতলার মাজারগেট এলাকায় অভিযান চালিয়ে একটি ভেজাল ঘি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব।

মেসার্স রেজাউল অ্যান্ড সন্স নামের ওই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ঘি তৈরি করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির বিএসটিআই’র লাইসেন্সও ছিল না।

 

সোমবার (০৪ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত র‌্যাবের সিনিয়র এএসপি মিমতানুর রহমান, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং বিএসটিআই’র ফিল্ড অফিসার নিখিল রায় এই অভিযান চালান।

 

ভ্রাম্যমাণ আদালত ৩০০ কেজি ভেজাল ঘি জব্দ করে। পরে সেসব ঘি ধ্বংস করা হয়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মো. চপল হোসেনকে (২৮) বিএসটিআই অধ্যাদেশ (৩৭) ১৯৮৫ (সংশোধনী ২০০৩) এর ২৪ ধারা ও ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!