১৩ মাদক সেবীকে সাজা

১৩ মাদক সেবীকে সাজা 1নিজস্ব প্রতিবেদক : মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (৩১ জুলাই ) বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন এবং লালদিঘী এবং মুসলিম হাই স্কুল এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে মদ, গাঁজা, ইয়াবা সেবনকালে হাতে নাতে ১৩ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়া হয়েছে।

দণ্ডিত আসামীরা হল-রতন শাহা, এবাদুর, নজরুল ইসলাম, মো. বাবুল, মো. সোহেল, লিটন, বাবলু, খায়রুল মিয়া, ইসমাইল হোসেন, আরমান আলী, ফরহাদ হোসেন, কামাল ও তপন। এদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে।

 

চট্টগ্রাম জেলা প্রশাসন এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্কব দেন রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

 

তিনি জানান, পুরাতন রেল স্টেশন এবং লালদিঘী এলাকায় বিভিন্ন চিপাগলি, প্রতিষ্ঠানের আড়ালে মাদকসেবীরা প্রকাশ্যে মাদক গ্রহণ করে। অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়ে দুই স্থান থেকে (লালদিঘী ও পুরাতন রেল স্টেশন) থেকে ১৩ জনকে আটক করে সাজা দিয়েছি। তবে মুসলিম হাই স্কুল এলাকায় কাউকে পাওয়া যায়নি। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!