১০০ শিল্পাঞ্চলে সোয়া কোটি কর্মসংস্থান হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ। এটি বাস্তবায়নে সরকার উন্নয়ন বৈষম্য কমিয়ে এনে গ্রামের মানুষকে শহরের সুবিধার আওতায় আনার লক্ষ্য কাজ করছে।

তিনি বলেন, দেশে যে ১০০টি শিল্পাঞ্চল তৈরি হচ্ছে, এতে সোয়া কোটি মানুষের কর্মসংস্থান হবে। এসব শিল্পাঞ্চল চালু হলেই দেশের মানুষ আর বেকার থাকবে না।

গনভবনে শুক্রবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!