স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার ও যুবলীগনেতা কানা আলতাফ র‌্যাবের হাতে আটক

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার এবং রাঙ্গুনিয়া যুবলীগ নেতা মো.আলতাফ হোসেন ওরফে কানা আলতাফকে এক সহযোগীসহ আটক করেছে র‌্যাব।  রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগের তৃণমূল ভোটে মনোনীত হওয়ার দুই ঘণ্টার মধ্যেই র‌্যাবের হাতে আটক হয়েছেন এ যুবলীগনেতা।
12.04.16(2)
মঙ্গলবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে মরিয়মনগর গ্রামের নিজ বাসা থেকে কানা আলতাফ ও তার এক সহযোগী নুরুল আবছারকে গ্রেফতার করা হয়। তাদের কাছে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও গুলি এবং চার হাজার ইয়াবা পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতা উদ্দিন আহমেদ বলেন, কানা আলতাফ একজন শীর্ষ সন্ত্রাসী।  স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রীপরিষদ বিভাগের ইয়াবা গডফাদারের তালিকায় তার নাম আছে।  ২০১৪ সালেও অস্ত্র ও গলিসহ তাকে গ্রেফতার করেছিলাম।

র‌্যাব ও স্থানীয় সূত্র জানায়, গ্রেফতারকৃত আলতাফ রাAftab1460459637ঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। কানা আলতাফের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী কর্মকা-সহ একাধিক মামলা রয়েছে। সম্প্রতি তিনি এলাকায় ফিরে নানাভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে নিজেকে যুবলীগনেতা হিসেবে প্রতিষ্ঠা করেন।

সর্বশেষ মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের তৃণমূল নেতাদের ভোটে যুবলীগনেতা আলতাফ মরিয়মনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন। মনোনয়ন পেয়ে বাসায় পৌঁছে দুপুরের খাবার খাওয়ার মুহূর্তে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে কানা আলতাফকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর কানা আলতাফ ও তার সহযোগী নুরুল আবছারকে চট্টগ্রাম পতেঙ্গা র‌্যাব-৭ এর কার্যালয়ে নিয়ে আসা হয় এবং গ্রেফতারকৃতদের  উদ্ধারকৃত আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হবে বলে জানান চট্টগ্রাম র‌্যাব-৭ এর এএসপি মো. আমিরুল্লাহ

 

রিপোর্ট : রাজীব সেন প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::…….

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!