স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্বপ্নসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা 1বিশেষ প্রতিনিধি : নগরীতে ভেজাল বিরোধী অভিযানে র‌্যাবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত অভিজাত সুপার শপ স্বপ্নসহ তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার (১৯ জুন) সকাল থেকে নগরীর প্রর্বত্তক মোড় ও চাক্তাই এলাকায় পরিচালিত অভিযানে র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান এ অর্থ দণ্ডাদেশ প্রদান করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মিমতানুর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভিযান পরিচালনার সময় প্রর্বত্তক মোড়ে অবস্থিত স্বপ্ন সুপার শপে বিএসটিআইএর অনুমোদন বিহীন লেবেল লাগিয়ে খীর (দধি জাতীয়) বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকলিয়া চরচাক্তাই এলাকায় নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদনের অভিযোগে আমান ফুড প্রডাক্টসকে ৩ লাখ টাকা এবং একই এলাকায় অবস্থিত ডায়মন্ড ব্রান্ড নামে অপর প্রতিষ্ঠানে নোংরা পরিবেশ ও অনুমোদনবিহীন কাপ দই ও বিস্কুট উৎপাদনের অভিযোগে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বিএসটিআই’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!