সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত : সড়ক অবরোধ

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় শিক্ষার্থী নিহত : সড়ক অবরোধ 1সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের বাশঁবাড়িয়া স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ জুনায়েদ (১৪) নামের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় শিক্ষর্থীরা সড়ক অবরোধ করে রাখে । ফলে যান চলাচলে চরম দূর্ভোগে পড়তে হয় যাত্রীদের ।

শনিবার (৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষাথীরা মহাসড়ক অবরোধ করলে অন্তত ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে।পরে খবর পেয়ে কুমিরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্হিতি স্বাভাবিক করেছে।

হাইওয়ে আউলিয়া থানার ওসি কাইয়ূম আলী সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাশঁবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছাক জানান, ৭ম শ্রেণীর ছাত্র জুনায়েদ পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে উল্টো পথে আসা বিএসআরএম স্টীলের ট্রাক তাকে চাপা দিলে দূর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এসময় উত্তেজিত ছাত্র-ছাত্রীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ সৃষ্টি করলে প্রায় ২০ মিনিটের মতো যান চলাচল বন্ধ থাকে। নিহত জুনায়েদ মগপুকুর পাড়স্থ হারাধন পাড়া গ্রামের বদিউল আলমের পুত্র।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!