রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্যসহ ৭টি বিভাগকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সিটি করপোরেশন

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব, শিক্ষা, স্বাস্থ্য, প্রকৌশল, পরিচ্ছন্ন, হিসাব, সচিবালয় সহ ৭টি বিভাগকে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এ পরিকল্পনার সাথে স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম লি: যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় তাদেরকে ধন্যবাদ জানান মেয়র।

ccc_logo_md20150330090140

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে স্মার্ট সিটির আওতায় আনায়নের লক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় মেয়র আ জ ম নাছির উদ্দি এ তথ্য জানান। স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম লি:এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন স্মার্ট সিটির ভিশন প্রসঙ্গে তার মতামত তুলে ধরেন।

 

এসময় মেয়র বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর অটোমেশনের আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আনায়নের মধ্যদিয়ে জবাবদিহীতা নিশ্চিত করা হবে। পাশাপাশি নাগরিক চাহিদা পুরন হবে। পরে তিনি স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোটিয়াম লি: প্রদর্শিত পরিকল্পনা পর্যবেক্ষন করেন।

 

স্মার্ট সিটির অবজেকটিভগুলো উপস্থাপন করেন প্রতিষ্ঠানের কনসালটেন্ট ও আইটি বিশেষজ্ঞ মনির হাসান ও রোমিও রহিম।

 

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আবুল হোসেন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন, নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

রিপোর্ট : রাজীব প্রিন্স

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!