রাঙ্গামাটিতে গণশুনানিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ

রাঙ্গামাটিতে গণশুনানিতে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ 1চৌধুরী হারুনুর রশীদ,রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে জেলার বিভিন্ন বিভাগ ও দফতরের অনিয়ম দুর্নীতির অভিযোগ করা হয়েছে। সোমবার সকালে শহরের রাজবাড়ির জেলার শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া এ গণশুনানি চলে বিকাল পর্যন্ত।
গণশুনানি চলাকালে জেলার স্বাস্থ্য, বিদ্যুৎ, সড়ক ও জনপথ বিভাগসহ একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ উপস্থাপন করেন অনেকে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নিউমোনিয়া এক্্ররে মেশিন নষ্ট, ১৩ জুনে বেইলী ব্রিজে নিমার্ণে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে এবং১১৩ টি স্পটে নিম্মমানের বল্লি দিয়ে অস্থায়ী কাজের অভিযোগ করা হয়। শহরে অবস্থিত রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের বিরুদ্ধে ভর্তি বাণিজ্যসহ বিভিন্ন জনের অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। এ সময় তদন্তকারী কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের মধ্যে তিনটির প্রমাণিত হয়েছে। অভিযোগ তিনটি হল-নারী কেলেঙ্কারি, বিদ্যালয়ের অর্থ ও চাকরি দেয়ার নামে অর্থ অত্মসাৎ এবং অবৈধভাবে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি। তার বিরুদ্ধে এসব লিখিত অভিযোগ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে রণতোষ মল্লিকের বিরুদ্ধে এসব অভিযোগ দাখিলের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান।
জেলা প্রশাসকের সভাপতিত্বে পরিচালিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম। রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম সম্মনিত উপ-পরিচালক হাজী শফিকুর রহমান ভুইয়ার উপস্থপনায় এতে বক্তব্য রাখেন, টিআইবির রাঙ্গামাটি সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি চাঁদ রায়, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির (দুপ্রক) রাঙ্গামাটির সভাপতি মায়াধন চাকমা, দুদকের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালক আক্তার হোসেন প্রমুখ। গণশুনানিতে সরাসরি ১২টি অভিযোগ শোনেন দুদক। এছাড়াও প্রায় শতাধিক লিখিত অভিযোগ জমা পড়ে দুদক বরাবরে। কিন্তু সময়ের সল্পতার কারণে এবং অপ্রসাংঙ্গিক বিষয়ে সিদ্ধান্তে বিরত থাকে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!