রাঙামাটিতে আরো দু’টি লাশ উদ্ধার

রাঙামাটিতে আরো দু’টি লাশ উদ্ধার 1রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটিতে পাহাড়ধসের ঘটনায় আরো দু’টি লাশ উদ্ধার করা হয়েছে। পাহাড়ধসের ঘটনায় এ পর্যন্ত দেড় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলার জোড়াছুড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইকবাল চৌধুরী। শনিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

এ ছাড়া স্থানীয়দের দাবিতে পরিপ্রেক্ষিতে আবার রাঙামাটিতে উদ্ধারকাজ শুরু করেছে রাঙামাটি ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ জুন) সকাল থেকে শহরের মুসলিমপাড়া ও লোকনাথ মন্দির এলাকায় উদ্ধারকাজ শুরু হয়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক গোলাম মোস্তফা জানিয়েছেন, পাহাড় ধসে নিহতদের মরদেহ পানিতে ভাসছে-এমন তথ্যের ভিত্তিতে তারা উদ্ধারকাজ শুরু করেন। তবে এখনো পর্যন্ত কোথাও কোনো মরদেহের সন্ধান পাওয়া যায়নি। তবে শহরের এ দুটি এলাকায় পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তারা কাজ অব্যাহত রেখেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!