মিরসরাইয়ের ৯ ইউপি চেয়ারম্যানের শপথ

মিরসরাই প্রতিনিধি :

 

চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেন্টার চালু করেছেন। ফলে কাঙ্খিত সেবা জনগনের হাতের মুঠোয়। এখন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে যে কোন নাগরিক সব ধরণের সুবিধা পাচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহনের পর প্রথম ডিজিটাল তথ্য সেন্টারকে গুরুত্ব দিতে হবে। জনগনকে অবাধ তথ্য সেবা প্রদানের মাধ্যমে জনপ্রতিনিধিরা ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে পারবে।

 
রবিবার (১২জুন) দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) এবং  স্থানীয় সরকার চট্টগ্রামের উপ-পরিচালক ড. অনুপম শাহ এর সঞ্চালনায় নব নির্বাচিত ৯ ইউপি চেয়ারম্যান শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন এসব কথা বলেছেন। Mirsarai Shopth News.jpg-1

 

শপথ গ্রহন করেছেন নব নির্বাচিত ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন হারুন, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী, ৪নং ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর ভূঁইয়া, ৫নং ওচমানপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল হক মাষ্টার, ৬নং ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ৭নং কাটাছরা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিন এবং সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মেজবাহ্ উদ্দিন।
একই দিন বিকেল ৪টায় মিরসরাইয়ে জেলা পরিষদ অডিটরিয়মে ৯টি ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন কাকলী। ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহম্মেদ সুমন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হাইতকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

রিপোর্ট : ইলিয়াছ রিপন, মিরসরাই, চট্টগ্রাম।

এ এস / জি এম এম / আর এস পি :::

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!