ফটিকছড়িতে কওমী মাদ্রাসায় হামলার প্রতিবাদে হেফাজতের ৪ কি:মি: মানববন্ধন :যাত্রীর দূর্ভোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম)প্রতিনিধি ॥
ফটিকছড়ির নানুপুরে ‘জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা’য় হামলা-ভাংচুর ও মাদ্রাসা প্রধান মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দীনের বর্বরোচিত হামলার প্রতিবাদে ৪ কিলোমিটার ব্যাপী মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ।

fatickchari  (1) copy

 

ইসলামী আইন বাস্তবায়ন কমিটি’র ব্যানারে আয়োজিত এ মানববন্ধন চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে ‘নাজিরহাট ঝংকার মোড় থেকে কুম্ভারপাড়া, বারৈয়ারহাট থেকে ফটিককিছড়ি সদর পর্যন্ত ৪ কিলোমিটার ব্যাপী হয়।

 

বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হয়ে ১টায় শেষ হয় এ মানববন্ধন। এসময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে শতাধিক যানবাহন আটকা পড়লে যাত্রীরা দূর্ভোগে পড়ে।
পরে ফটিকছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতিবাদ সমাবেশ করে। ফটিকছড়ি’র প্রায় শতাধিক কওমী মাদ্রাসা ছাত্র-শিক্ষক এবং তৎসংশ্লিষ্ট এলাকাবাসী এ সর্বস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

fatickchari  (3) copy

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা শাহ্ মুহিববুল্লাহ বাবুনগরী। এতে আরো বক্তব্য রাখেন নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ সলাহ উদ্দিন নানুপুরী,মাওলানা মুফতি মাহমুদ হাসান,মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন,মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন রুহি,মাওলানা মুহাম্মদ জুনায়েদ ভূজপুরী, মাওলানা মুহাম্মদ হাবিব উল্লাহ আজাদী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা মুহাম্মদ আয়ুব বাবুনগরী, মাওলানা মুহাম্মদ ওসমান শাহনগরী,মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন নানুপুরী। প্রতিবাদ সমাবেশ শেষে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক।

মানববন্ধন প্রতিবাদ সমাবেশ শেষ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুহাম্মদ নজরুল ইসলাম স্বারকলিপি প্রদান করে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কর্মীরা।

উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার বেলা বিকাল সাড়ে তিনটার দিকে ৭/৮টি চাঁদের গাড়ী (জিপ) যোগে ইসলামী ফ্রন্টের নেতাকর্মীরা উপজেলা দক্ষিন ফটিকছড়ি থেকেনাজিরহাট ঝংকার মোড়ে অনুষ্ঠিত একটি সমাবেশে যাচ্ছিল। ইসলামী ফ্রন্ট নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সমাবেশেটি অনুষ্ঠিত হয়। তাদের বহনকারী গাড়ী বহরটি নানুপুর-রোসাংগিরি সড়কের জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মধ্যে জমিরিয়া মাদারাসার সামনে পৌছলে উভয় পক্ষে সংঘর্ষ হয়। সংর্ঘষ সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ২৬ জন আহত হয়।
রিপোর্ট : আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি প্রতিনিধি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!