পিআইবি-সিইউজের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু

পিআইবি-সিইউজের বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা শুরু 1নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম প্রেসক্লাবে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) আয়োজনে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহযোগিতায় তিন দিনব্যাপী সহ-সম্পাদকের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, স্বাধীনতা সংগ্রামসহ দেশের সমগ্র অর্জনে সাংবাদিকদের অবদান রয়েছে । শহীদের রক্তের চেয়ে জ্ঞানীর কলমের কালি অনেক মূল্যবান । তাই, সংবাদমাধ্যমে সাংবাদিকেরা যা লেখেন পাঠক তা মূল্যায়ন ও বিশ্বাস করেন। সেই বিশ্বাস কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। জানার বিষয়কে পরিশীলিত করতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।’
রোববার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে শুরু হওয়া ৩দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মো. শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সিইউজের সহসভাপতি নিরুপম দাশ দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য প্রমুখ।

সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পিবিআইর সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।

কর্মশালার প্রথম দিন রিসোর্সপারসন হিসেবে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। কর্মশালায় সিইউজের অর্থ সম্পাদক উজ্জ্বল ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন নিউজপোর্টালে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!