পরিবহন নেতা আটকের প্রতিবাদে হাটহাজারীতে সড়ক অবরোধ

পরিবহন নেতা আটকের প্রতিবাদে হাটহাজারীতে সড়ক অবরোধ 1হাটহাজারী প্রতিনিধি : উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও আলোচিত পরিবহন নেতা মঞ্জুরুল আলমকে আটকের প্রতিবাদে হাটহাজারী বাসস্ট্যান্ড মোড়ে ব্যারিকেড দিয়েছে তার অনুসারীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার ওপর আড়াআড়ি বাস রেখে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে দুপাশে শত শত গাড়ি আটকা পড়েছে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে গেছে। সপ্তাহের প্রথম খোলার দিন হওয়ায় শহরমুখী নারী-শিশুসহ যাত্রীদের পায়ে হেঁটে হাটহাজারী মোড় পেরোতে হচ্ছে। সিএনজি অটোরিকশাসহ ছোট ছোট যানবাহনে বেশি ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। কিন্তু ভাড়া বেশি হাঁকায় বিপাকে পড়েছেন অনেকে।

হাটহাজারী থানার এসআই মো. খলিল জানান, মঞ্জুরুল আলমের গ্রুপের লোকজন মোড়ের ২০ গজ দক্ষিণে ব্যারিকেড দিয়েছে। এতে তিন-চারটি বাস আটকা পড়েছে। আমরা ব্যারিকেড তোলার চেষ্টা করছি।

বেলা ১১টায়ও ব্যারিকেড তোলা সম্ভব হয়নি বলে জানান তিনি।

শনিবার (২১ অক্টোবর) গভীর রাত ১২ টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে মঞ্জুরুল আলমকে আটক করা হয়। জয়নাল নামের এক যুবলীগ নেতাকে গুলি করার অপরাধে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!