নেত্রকোণায় নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে দুই অভিযুক্তকে ফাঁসির রায়

Netrakona-fasi-bnl-31-3-15
শ্রী অরবিন্দ ধর, নেত্রকোণা প্রতিনিধি: ২য় শ্রেণীর স্কুল ছাত্রীকে পালাক্রমে ধর্ষণের পর হত্যার দায়ে দুই নরপশুকে আজ মঙ্গলবার দুপুরে বিচারক ড.এ কে এম আবুল কাশেম আসামীদের উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মৃত্যুদন্ডের রায় প্রদান করেন। প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সূত্র মতে নেত্রকোণা বারহাট্টা উপজেলার অতিথপুর গ্রামের সিরাজ আলীর পুত্র মো: আলী হোসেন (২৫) ও সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মৃত আসন আলীর পুত্র মামুদ হোসেন মাবুদ (২৫) অতিথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী ও অতিথপুর খালপাড় গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে শাবনুর ২০১২ সনে ১৩ই জুন ১২ টার দিকে স্কুল  থেকে বাড়িতে গিয়ে মাঠ থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়। পরদিন সকাল আনুমানিক ৬.৩০ মিনিটে উক্ত গ্রামের একটি পাট ক্ষেতে তার গলাকাটা লাশ পাওয়া যায়। এ ব্যাপারে ১৪ জুন শাবনুরের বাবা জাহাঙ্গীর মেয়েকে গণ ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে আলী হোসেন ও মাহমুদ হোসেনের বিরুদ্ধে বারহাট্টা থানায় মামলা দয়ের করে। দুই নরপশু ধর্ষণের পর  ধান কাটার কাছি দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দেয়। পুলিশ তদন্ত শেষে ১২ সালের ৫ অক্টোবর আদালতে অভিযোগ পত্র জমা দেয়। আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) জি. এম. খান পাঠান বিমল প্রতিনিধিকে জানান, রায়ে বিচারক উল্লেখ করেছেন ধর্ষণ ও হত্যার ঘটনাটি নারকীয়, অত্যন্ত হৃদয় বিদারক, অমানবিক ও অত্যন্ত চাঞ্চল্যকর।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!