নিয়মিত অভিযান : গ্রেফতার ৬৩

চট্টগ্রাম মহানগরীতে ২৪ ঘন্টার অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

 

নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শনিবার ভোর ৬টা থেকে রবিবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে জিআর ৮, সিআর ১১ জন আসামি রয়েছে।

cmp

রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন থেকে প্রেরিতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

অভিযান পরিচালনা কালে  ৩ হাজার এক পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ লিটার মদ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ০৫টি মামলা রুজু হয়। এছাড়াও কর্ণফুলী থানা পুলিশ ১টি এলজি, ২টি কিরিচ, ১টি ছোরা, ৩ রাউন্ড ও ২টি স্টিলের পাইপ উদ্ধার করে।

একই থানা এলাকায় ১ হাজার ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি গাঁজা ও ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৬টি মামলা রুজু হয়। অন্যদিকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ ১টি মোবাইল, মহানগর গোয়েন্দা বিভাগ ২টি মোবাইল ও ১০টি ট্রেনের টিকেট উদ্ধার করে।

 

এদিকে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ট্রাফিক বিভাগ ২৪১ টি মামলা করেছে।  এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ৬৭ টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক করা হয়েছে ৩৩ টি।

 

এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক আদায়কৃত জরিমানার পরিমান ২ লক্ষ ৪২ হাজার ৫ শত টাকা বলে জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

রিপোর্ট : সুমন কুমার দে

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!