নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের চার গুপ্তচর আটক

নাইক্ষ্যংছড়িতে মায়ানমারের চার গুপ্তচর আটক 1মোঃ ইউনুছ, নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে চার গুপ্তচরকে আটক করেছে ৩১ বিজিবি। এর মধ্যে মঙ্গলবার রাতে ঘুমধুম থেকে তিন জন ও বুধবার নাইক্ষ্যংছড়ি সদর থেকে ১ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মংডু শহরের ফকিরাবাজার আমতলির বাসিন্দা আনোয়ার হোসেন (৪০), পিতা- আব্দু শুক্কুর, জাফর আলম (৪৫), পিতা- মৃত নজির আহমদ, মো: আজমল হোসেন (৪০), পিতা- নুরে আলম, মো. কালু মিয়া (৬০), পিতা- ইউসুফ আলী।
জানা গেছে, সীমান্তের ফুলতলি ঢেকুবুনিয়া সীমান্তের ৪৮নং পিলারের কাছে সন্দেহজনক ঘুরাফিরা করার সময় এদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশের অভ্যন্তরে বর্ডার গার্ড বিজিবির বিভিন্ন তথ্য পাচার করতো বলে প্রমান মিলেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বর্ডার গার্ডের ৩১ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল আজিম বলেন, রোহিঙ্গা নাগরিক ওই চার ব্যক্তি মায়ানমারের পক্ষে গুপ্তচরে কাজ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমান পাওয়া গেছে। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বান্দরবানে পাঠানো হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!