ট্রাফিক আইন ভঙ্গে একদিনে মহানগরীতে ৬৭৩ মামলা : ১২৩ আসামি গ্রেফতার

প্রতিদিন রিপোর্ট :

চট্টগ্রাম মহানগর এলাকায় ট্রাফিক আইন ভঙ্গেরঅভিযোগে একদিনে ৬৭৩টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। গত বুধবার সকাল ৬ টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ এসব মামলা দায়ের করেন। 

14433097_1841775552705037_307092079505891999_n

 

এর মধ্যে সিএনজি সংক্রান্ত মামলার সংখ্যা ২২০টি। বিগত ২৪ ঘন্টায় কাগজপত্র বিহীন গাড়ী আটক হয় ৫৬টি। এর মধ্যেও সিএনজি আটক দেখানো হয় ১২টি। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩ লক্ষ তিন হাজার ৭শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

 

অন্যদিকে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১২৩ জন আসামী গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে জিআর ১৬ জন, সিআর ৫৭ জন ও সাজাপ্রাপ্ত ০৮ জন আসামী গ্রেফতার করা হয়। 

 

এসময়ের মধ্যে ৫ হাজার ছয়শত ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট, ২শত ৫০লিটার মদ, সাড়ে ত্রিশ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের হয় ২২টি। এছাড়াও বায়েজীদ বোস্তামী থানা পুলিশ ৩টি মোবাইল, আকবরশাহ থানা পুলিশ ২টি ছোরা উদ্ধার করে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

 

রিপোর্ট : সুমন কুমার দে :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!