গোপেনে মুঠোফোনে রেকডিং করায় ১৫ দিনের সাজা

গোপেনে মুঠোফোনে রেকডিং করায় ১৫ দিনের সাজা 1হাটহাজারী প্রতিনিধিঃ অভিযোগের শুনানী চলাকালে গোপনে মুঠোফোনে রেকডিং কারার অভিযোগে জীবন কৃষ্ণ গুহ (৪৮) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী। গত বুধবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সোমবাড়ি এলাকার স্বদেশ গুহের পুত্র অসীম কৃষ্ণ গুহ এর সাথে একই বাড়ির কৃষ্ণ মোহন নাথ এর পুত্র মাদল কান্তি নাথের সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। এমতাবস্থায় ওই বিরোধ নিস্পত্তির লক্ষ্যে অসীম কৃষ্ণ গুহ বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করে। ওই ব্যক্তির অভিযোগের ভিক্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় সম্পত্তি নিয়ে দুই ব্যক্তির মধ্যে চলে আসা বিরোধ নিস্পত্তির লক্ষ্যে বাদী-বিবাধী ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গদের নিয়ে শুনানীতে বসে।
উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে তার কার্যালয়ে শুনানী চলাকালে অভিযোগকারী অসীম কৃষ্ণ গুহের ছোট ভাই জীবন কৃষ্ণ গুহ তার স্বীয় মুঠোফোনে শুনানী চলাকালে তার প্রতিপক্ষ মাদল কান্তি নাথের কর্থাবার্তা গোপনে রেকডিং করছিল। এ দৃশ্যটি উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্যদের চোখে প্রতীয়মান হওয়ায় তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা প্রদান করে।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী মুঠোফোনে এর সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগের শুনানী চলাকালে গোপনে মুঠোফোনে রেকডিং কারার মাধ্যমে সরকারী কাজে বাধা দেওয়ায় জীবন কৃষ্ণ গুহকে ১৫ দিনের সাজা দেওয়া হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত সাজাপ্রাপ্ত জীবন কৃষ্ণ গুহ পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান হাটহাজারী মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!