রামগড়ে বিজিবি-বিএসএফ সৌজন্য বৈঠক

রামগড় পৌর মিলনায়তনে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।।

বৈঠকে ১৭ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশের গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই, পিএসসি। অপরদিকে বিএসএফের ১৪ সদস্যের দলের প্রধান ছিলেন ত্রিপুরা উদয়পুর সেক্টরের ডিআইজি জামিল আহমেদ খান।

বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দলের সদস্য সিনিয়র মেজর মো. হুমায়ুন কবীর সাংবাদিকদের এক ব্রিফিংয়ে বলেন, আজকের বৈঠকটি মূলত সৌজন্যমূলক হলেও সীমান্তের নানা সমস্যা উঠে আসে বৈঠকে। অবৈধভাবে সীমান্ত পারাপার, নারী-শিশু এবং মাদকদ্রব্য ও গরু পাচার এবং ভারত কর্তৃক ফেনী নদী থেকে ৩৬টি পাম্পের সাহায্যে অবৈধভাবে পানি উত্তোলনসহ কাঁটাতারের বেড়া নির্মাণ প্রভৃতি প্রসঙ্গে আলোচনা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!