মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মহামুনি সানফ্লাওয়ারের শুভসূচনা

খাগড়াছড়ির মানিকছড়িতে পর্দা উঠলো জেলার অন্যতম ও বড় ফুটবল আসর বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরের। উদ্বোধনী খেলায় ৩-০ গোলে জিতে শুভসূচনা করেছে মহামুনি সানফ্লাওয়ার ক্লাব।

শুক্রবার (১৯ জুলাই) বিকেলে রাণী নিহার দেবী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

মানিকছড়িতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 1
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ

এ সময় আরও উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ–অধিনায়ক মেজর তৌহিদ সালাউদ্দিন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য এম এ জব্বার, মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ রাজ্জাক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, উপজেলা মহিলা ভাইস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলিরানী চৌথুরী, তিনটহরী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাটনাতলী ইউপি চেয়ারম্যান শাহদুল ইসলাম মোহন, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন প্রমুখ।

প্রধান অতিথি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী খেলার আয়োজকদের একলক্ষ টাকা অনুদান প্রদান করেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক জানান, টুর্নামেন্টটি এই নিয়ে চতুর্থবারের মতো আয়োজন হচ্ছে। এইবার টুর্নামেন্টে ৩২টি দল অংশগ্রহণ করেছে।

উদ্বোধনী ম্যাচে সেতু বন্ধন জুনিয়র ও মহামুনি সানফ্লাওয়ার একাদশ মুখোমুখি হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!