পাহাড়ি ঢলে খাগড়াছড়ির ৫টি গ্রাম প্লাবিত

পাহাড়ি ঢলে খাগড়াছড়ির ৫টি গ্রাম প্লাবিত 1খাগড়াছড়ি প্রতিনিধি : নতুন করে পাহাড়ি ঢলের খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। মাইনীনদীর দু‘কূল উপচে আশপাশের নিচু এলাকা তলিয়ে গেছে।

ছোটমেরুং বাজার ও আশপাশের সড়কে পানি উঠায় খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এছাড়াও পানিতে তলিয়েছে হাজাছড়া, সোবাহানপুর, চিটাগাংগ্যাপাড়া ও ছদকছড়া এলাকার বেশকিছু গ্রাম।

এদিকে বৃষ্টি কমে যাওয়ায় খাগড়াছড়ি সদরের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। অধিকাংশ এলাকার পানি নেমে গেছে।খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা সকালে প্রত্যেক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!