গুইমারা রিজিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ির ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা সেনা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দুইদিন ব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন (৯ জুন)সন্ধ্যায় আতশবাজী প্রজ্জলন ও ফানুস উড়ান ২৪ পতাদিক ডিভিশন চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও জেনারেল অফিসার কমান্ডিং(জিওসি) মেজর জেনারেল এসএম মতিউর রহমান।

সোমবার (১০ জুন) দুপুরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাজেদুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এরিয়া কমান্ডার (জিওসি)মেজর জেনারেল এসএম মতিউর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল এসএম মতিউর রহমান সহধর্মিনী মিসেস তৌহিদা রহমান, ২০৯ খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্নেল নাজিম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই, পুলিশ সুপার আহমারুজ্জামান,সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল জান্নাতুল ফেরদৌস, জামিনীপাড়া বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল মো. মাহমুদুল হক,পলাশপুর জোনের ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল সাইফুল্লাহ মিরাজুল আলম, রামগড় বিজিবি জোন অধিনায়ক লে. কর্নেল তারেকুল হাকিম, গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা,রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্বপ্রদীপ ত্রিপুরা,মাটিরাঙ্গা রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং গুইমারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেমং মারমাসহ প্রমুখ।
গুইমারা রিজিয়ন স্পোর্ট কমপ্লেক্সে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশ করেন পাহাড়ি বাঙালি শিল্পীরা।

আরএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!