কুয়েত সফরে চিটাগাং বাণিজ্যিক প্রতিনিধিদল

0

প্রতিদিন রিপোর্ট :

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি, দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)’র সহ-সভাপতি, সার্ক চেম্বার অব কমার্সের ভাইস-প্রেসিডেন্ট, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি এবং মালির কনসাল জেনারেল (দায়িত্বপ্রাপ্ত) মাহবুবুল আলম’র নেতৃত্বে ১১ সদস্যবিশিষ্ট এক বাণিজ্য প্রতিনিধিদল কুয়েতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন।

chittagong-map1

আজ সকালে প্রতিনিধিদল কুয়েত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নেতৃবৃন্দের সাথে দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি তথা সার্বিক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। এছাড়া তাঁরা বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশের উপর তথ্যচিত্র প্রদর্শনসহ কুয়েতি ব্যবসায়ী ও বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশীদের সাথেও সাক্ষাত করবেন।

বাণিজ্য প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হচ্ছেনঃ চেম্বার সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুন নেওয়াজ সেলিম, চেম্বার পরিচালকবৃন্দ মাহফুজুল হক শাহ,  জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর),  মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), হাবিব মহিউদ্দিন, অঞ্জন শেখর দাস, মোঃ রকিবুর রহমান,  মোহাম্মদ জাহেদুল হক এবং  চেম্বার সদস্য জনাব মুজিবুর রহমান ও  কাজী মোঃ মিজানুর রহমান।

 

প্রতিনিধিদল আগামী  ২৬ অক্টোবর দেশে ফিরবেন।

 

Yakub Group

রিপোর্ট : মোর্শেদ রনি :

এ এস / জি এম এম / আর এস পি :::

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!