মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ২৫

মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে নিহত ২৫ 1প্রতিদিন ডেস্ক : ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি রেলস্টেশনে পদপিষ্ট হয়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অর্ধশতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক ৷ শুক্রবার (২৯ সেপ্টেম্বর)স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছে, সকালে লোয়ার পারেল ও এলফিনস্টোন স্টেশনকে সংযোগকারী ওভারব্রিজে একটি টিকিট কাউন্টারকে ঘিরে এ দুর্ঘটনা ঘটে।

রেল বিভাগের একজন মুখপাত্র বলেন, একই সঙ্গে ৪টি ট্রেন এলে ভিড়ের কারণে কিছু নারী যাত্রী মাটিতে পড়ে যান। ফলে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে এ ঘটনা ঘটে

সকাল থেকে এই এলাকায় ভারী বৃষ্টির কারণে ওভারব্রিজের ওপর আশ্রয় নিয়েছিলেন অনেকে। স্থানীয় সূত্রের খবর, হঠাত্ই শর্ট সার্কিট হয়েছে বলে গুজব ছড়ায় । আর তারপরেই শুরু হয় বিশৃঙ্খলা । আতঙ্কে দৌড়ে বাঁচতে গিয়ে পড়ে যান অনেকে । হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনেকের ৷ পরে হাসপাতালেও কয়েকজন রেলযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধারকাজ চলছে ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!