ঝড়ের সময় জন্ম, নাম তাই ‘ফণী’

শুক্রবার (৩ মে) সকালে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। শুরু হয় তার তাণ্ডব লীলা। এই দুর্যোগের মধ্যেই ওডিশার রাজধানী ভুবনেশ্বরের মঞ্চেশ্বর হাসপাতালে জন্ম হয়েছে এক কন্যা শিশুর। দুর্যোগের মধ্যে জন্ম হওয়ায় সাইক্লোনের নাম অনুসারে ওই বাচ্চাটির নাম রাখা হয়েছে ‘ফণী’।

শুক্রবার সকাল ১১টা ৩ মিনিটে ভুবনেশ্বরেরর মঞ্চেশ্বর হাসপাতালে ওই শিশুকন্যার জন্ম হয়েছে। জন্মের পর মা ও মেয়ে সুস্থ রয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। ওই বাচ্চার মা মঞ্চেশ্বরে রেলের কোচ মেরামত কারখানায় কাজ করেন।

সাইক্লোন ফণী ওড়িশা উপকূলে আছড়ে পড়ার পর এখনও পর্যন্ত বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের আগেই যে ১১ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তাদের মধ্যে ৫৪২ জন অন্তঃসত্ত্বাও ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!