মাঠে রোমাঞ্চ ফিরেছে

ক্রিকেটে কাগজের ফেভারিট তকমা সবসময় মাঠে যে অনূদিত হয় না তা দেখিয়ে দিলেন প্রথম ম্যাচে হাবুডুবু খাওয়া পাকিস্তান। ৩৪৮ রান বিশ্বকাপ মঞ্চে নিঃসন্দেহে বড় স্কোর। রুট এবং বাটলার এর শতকও তা টপকাতে পারেনি।

ক্রিকেটে জয়-পরাজয় কমন বিষয় এবং প্রতি ম্যাচে নিশ্চিত থাকবে। দর্শক জয়-পরাজয়ে তোয়াক্কা করে না। দর্শকের খোরাক রোমাঞ্চ। খুশির খবর হলো সেই রোমাঞ্চ মাঠে ফিরতে শুরু করেছে।

দ. এশিয়ার দুদল শ্রীলংকা-আফগানিস্তান নিজস্ব দ্বিতীয় ম্যাচে আজ পরস্পর মোকাবেলা করবে। দুদলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে। শ্রীলংকার ১০ উইকেটে লজ্জাজনক হার এবং আফগানের ৭ উইকেটে অসহায় আত্মসমর্পণ এর পর আজ তাদেরই প্রতিযোগিতায় ফিরে আসার লড়াই। যেখানে ১৯৯৬ এর বিশ্বকাপ জয়ী শ্রীলংকা অনেকটা ফেভারিট বিশ্বকাপের নবীন আফগানিস্তানের উপর।

গত দুম্যাচের চিত্রনাট্য দেখে আজ টসজয়ী অধিনায়ক আগে ব্যাট করতে চাইবে। স্কোর তিনশোর উপরে যত যাবে জয়ের ভিত তত মজবুত হবে। রশিদ-নজিব এর জন্য উইকেটে কোন রসদ না থাকলে শ্রীলংকাকে আটকানো অনেকটা অসম্ভব। এতএব, আজ পরাজয়ের বৃত্ত ভেঙে শ্রীলংকাই প্রথম জয় তুলে নেবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!