বিশ্বকাপের আসল ‘কালো ঘোড়া’ নিউজিল্যান্ডই

নিউজিল্যান্ড বিশ্ব ক্রিকেটে জন্ম দিয়েছে স্যার রিচার্ড হ্যাডলি, মার্টিন ক্রো, স্টিফেন ফ্লেমিং, ব্রেন্ডন ম্যাককালামদের মতো কিংবদন্তিদের। বিশ্বকাপের প্রথম আসর থেকেই কিউইদের পদচারণা। ১৯২৬ সালে আইসিসির সদস্যপদ এবং ১৯৩০ সালে টেস্ট মর্যাদা পায় নিউজিল্যান্ড। সেই বছরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নিউজিল্যান্ডের। প্রথম ওয়ানডে খেলে পাকিস্তানের বিপক্ষে, ১৯৭৩ সালে।
টি-টোযেন্টির ইতিহাস রচনায় জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। ১৭ ফেব্রুয়ারি, ২০০৫, প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড।

বিশ্বকাপের ‘ট্রাজিক হিরো’ ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার নাম উঠলে চোখের সামনে ভেসে উঠে ‘চোকার’ শব্দটি। পাকিস্তান পেয়ে গেছে ‘আনপ্রেডিক্টেবল’ তকমা। আর নিউজিল্যান্ড ‘কালো ঘোড়া।’ বিশ্বকাপে আশাতীত সাফল্যের দ্বার প্রান্ত থেকে বারবার স্বপ্ন ভাঙার বেদনা নিয়ে ফিরতে হয়েছে কিউইদের। গত আসরে প্রথমবারের মতো ফাইনালে খেলা দলটি ২০১৯ বিশ্বকাপেও যাচ্ছে ‘কালো ঘোড়া’র তকমা নিয়ে।

বিশ্বকাপে সাফল্য-ব্যর্থতা : বিশ্বকাপের গত আসরগুলোতে ৪০ ম্যাচের মধ্যে ২৫টিতে হেরেছে নিউজিল্যান্ড। সাফল্য বলতে ২০১৫ বিশ্বকাপে ফাইনাল খেলা। অবশ্য নিজেদের আয়োজিত বিশ্বকাপে তাদের স্বপ্ন ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। এর আগে কিউইরা সেমিফাইনাল থেকে বিদায় নেয় চারবার।

গেম প্ল্যান: নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শক্তি দলের সঙ্গে বোঝাপড়া। একটা দল হিসেবে দারুণ সফল তারা। ছোট দলগুলোকে পিষে ফেলার শক্তি তাদের মজ্জাগত। বিশেষ করে বোলাররা প্রতিপক্ষের ঘুম হারাম করে দিতে পারে। টসে জিতলে বড় দলগুলোর বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক উইলিয়ামসন। অবশ্য ব্যতিক্রমও হতে পারে। কারণ নতুন বলে বোল্ট-সাউদিরা অত্যন্ত ভয়ঙ্কর।

স্পটলাইট: কোচ স্টিড অভিজ্ঞদের নিয়ে সাজিয়েছেন বিশ্বকাপ স্কোয়াড। উইলিয়ামসন এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একজন হিসেবে। গত অাসরের মতো এবারও আগুনে বোলিংয়ের জন্য প্রস্তুত বোল্ট। ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন তিনি। এছাড়া হার্ডহিটার মুনরো কপালে চিন্তার ভাঁজ বাড়াবে প্রতিপক্ষের। ব্যাটিংয়ে অভিজ্ঞ টেলর-গাপটিলরা তো আছেনই।

২০১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড: নিউজিল্যান্ডের ১২তম বিশ্বকাপ অভিযান শুরু হবে ০১ জুন, কার্ডিফে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে তারা বাংলাদেশের মুখোমুখি হবে ওভালে। ম্যাচটি হবে বাংলাদেশ সময় ৫ জুন (বুধবার), বিকেল সাড়ে তিনটায়।
বিশ্বকাপের আসল ‘কালো ঘোড়া’ নিউজিল্যান্ডই 1
স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কলিন মুনরো, হেনরি নিকলস, ইশ সোধি, রস টেলর, টম ব্লান্ডেল, কলিন ডি গ্রান্ডহোম, মার্টিন গাপটিল, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!