চ্যাম্পিয়নের অন্যতম দাবীদার ভারত

১৯২৬ সালে আইসিসির পূর্ণ সদস্য পদ লাভ করে ভারত। এর দুই বছর পর দেশের ক্রিকেটের উন্নতির লক্ষ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রতিষ্ঠিত হয়। ১৯৩২ সালে টেস্ট স্ট্যাটাস পায় ভারত। একই বছর তাদের টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে। একই প্রতিপক্ষের বিপক্ষে ১৯৭৪ সালে অভিষেক ওয়ানডে খেলে তারা। ভারত প্রথম টি-টোয়েন্টি খেলে ২০০৬ সালে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ভারত ক্রিকেটের অন্যতম পরাশক্তি। মনসুর আলী খান পতৌদি, সুনীল গাভাস্কার, কপিল দেব শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বিরাট কোহলিদের মতো তারকাদের জন্ম দিয়েছে ভারত। তাদের ঘরে আছে দু’টি বিশ্বকাপ।

বিশ্বকাপে ভারত: আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপের প্রথম সংস্করণ (১৯৭৫) থেকে মূল মঞ্চে খেলছে ভারত। ১৯৮৩ সালে প্রথমবারের মতো ভারতকে বিশ্বকাপ এনে দেন কপিল দেব। এরপর দীর্ঘ সময়ের খরা কাটিয়ে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপ জিতে ভারত।

গেম প্ল্যান: ফেবারিট হয়েই ইংল্যান্ড সফরে যাচ্ছে ভারত। চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবীদারও তারা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ ভারতের। পরিচিত পরিবেশে বাউন্সি উইকেটে নির্ধারিত ওভার পযর্ন্ত ব্যাটিং করতে চাইবে শাস্ত্রীর শিষ্যরা। প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে ভারত শট খেলা শুরু করবে শুরু থেকে। তিনশ পেরোনো সংগ্রহই চাইবে কোহলির দল। আঁটসাঁট বোলিংয়ে প্রতিপক্ষকে হিমশিম খাওয়ানোর সম্ভাবনাও আছে। শুধু তাই নয়, শরীরী ভাষা দিয়েও লড়াই করবে ভারত।
চ্যাম্পিয়নের অন্যতম দাবীদার ভারত 1
স্পটলাইট: এ যেন ‘শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।’ তবে আলোটা বেশি থাকবে অধিনায়ক কোহলির উপর। টেস্ট ও ওয়ানডে র্যাংকিংয়ের এক নাম্বার ব্যাটসম্যান তিনি। ওপেনিংয়ে আছেন রোহিত ও ধাওয়ানের মতো বিধ্বংসী ব্যাটম্যান। সঙ্গে ‘মাস্টারমাইন্ড’ ধোনি তো আছেনই। ‘মিস্টার কুল’র এটি শেষ বিশ্বকাপ। বোলিংয়ে প্রতিপক্ষের মাথা ব্যথার কারণ হতে পারেন ওয়ানডে র্যাংকিংয়র নাম্বার ওয়ান জসপ্রিত বুমরাহ।

২০১৯ বিশ্বকাপে ভারত: বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ মে (বুধবার) দিবাগত রাতে, সাউদ্যাম্পটনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ বনাম ভারত লড়াই হবে ০২ জুলাই (মঙ্গলবার) দিবাগত রাতে, বার্মিহামের এজবাস্টনে।

স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, দিনেশ কার্তিক, যুজভেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ শামি। কোচ-রবি শাস্ত্রী (ভারত)।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!