ক্রিকেটের মক্কা লর্ডসের ক্রিকেটীয় উপখ্যান

ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসের বিখ্যাত বেলকনিতে শিরোপা হাতে হাসবে কারা সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইতিহাস ঐতিহ্য সব দিক দিয়েই ক্রিকেট বিশ্বে লর্ডস সমাদৃত। সাক্ষী হয়ে আছে বহু স্মরণীয় ক্রিকেট ইতিহাসের মুহূর্তের। প্রায় ২৮ হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নির্মিত হয়েছিল ১৮১৪ সালে।

লর্ডস নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা চকচকে একটি মিডিয়া বক্সের ছবি। আর সবুজ ঘাসে মোড়ানো মাঠ। ক্রিকেটের মক্কা নামে পরিচিত ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড। পৃথিবীর সব থেকে পুরাতন ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে এটি অন্যতম। বয়স প্রায় ২০৫ বছর। ২০১৪ সালে ক্রিকেটের মক্কা ২০০ বছরে পদার্পন করে। আর এই দুইশত বছরে লর্ডসের বুকে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের সব থেকে পুরাতন সংস্করণ টেস্টের ১০৫টি ম্যাচ।

ক্রিকেটের মক্কা লর্ডসের ক্রিকেটীয় উপখ্যান 1
ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে পঞ্চম বিশ্বকাপ ফাইনালের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি।

১৮৮৪ সালের ২১ জুলাই ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ দিয়ে এ মাঠের যাত্রা শুরু। এরপর একে একে ১০৫টি টেস্ট ক্রিকেটের সাক্ষী হয়েছে। যার শেষটি ২০১৮ সালের ১০ আগস্ট ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ। ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট আসার পর ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হয় এই মাঠে।

দ্বাদশ বিশ্বকাপ ফাইনালের আগে দেখে নেওয়া যাক লর্ডসের কিছু ক্রিকেটীয় মাইলস্টোন:

ক্রিকেটের মক্কা লর্ডসের ক্রিকেটীয় উপখ্যান 2
লর্ডসে পতপত করে উড়ছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের পতাকা।

১৮৮৪: ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ আয়োজিত হয় এই লর্ডসে। যেখানে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
১৯৩০: অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্রাডম্যান এই মাঠেই খেলেছিলেন মহাকাব্যিক ২৫৪ রানের ইনিংস।
১৯৩৪: ইংলিশ বোলার হেডলি ভেরাইটি টেস্টের একদিনে প্রতিপক্ষের ১৪টি উইকেট নিয়েছিলেন লর্ডসে।
১৯৭২: লর্ডসের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে আয়োজিত হয়। যেখানে স্বাগতিক ইংলিশদের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া।
১৯৭৫: বিশ্বকাপের প্রথম আসরে এই লর্ডসেই ফাইনালটি হয়েছিল। অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
১৯৭৯: দ্বিতীয় বিশ্বকাপের আসরও বসে ইংল্যান্ডে আর ফাইনালটি হয় এই লর্ডসেই। সেবারও চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। তবে, সেবার প্রতিপক্ষ ছিল স্বাগতিক ইংল্যান্ড।
১৯৮৩: তৃতীয় বিশ্বকাপের আসরটিও বসেছিল ক্রিকেটের জনক ইংল্যান্ডে। সেবারের ফাইনালটিও যথারীতি লর্ডসে। কপিল দেবের নেতৃত্বে খেলতে যাওয়া ভারত সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেবারও ফাইনালে উঠলেও স্বাগতিক ইংল্যান্ডের শিরোপা জেতা হয়নি।
১৯৯০: ইংলিশ কিংবদন্তি গ্রাহাম গুচ এই লর্ডসে ভারতের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে ৩৩৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ১২৩ রান।
১৯৯৩: নারী বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছিল লর্ডস। নিউজিল্যান্ডকে সেবার হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড।
১৯৯৯: আবারো ইংল্যান্ডের মাটিতে বসেছিল ওয়ানডে বিশ্বকাপের আসর। লর্ডসে ফাইনাল খেলতে নামে পাকিস্তান-অস্ট্রেলিয়া। অজিদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে পাকিস্তান।
২০০০: লর্ডস আয়োজন করে ক্রিকেট ইতিহাসের ১০০তম টেস্ট ম্যাচ।
২০০৯: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়েছিল লর্ডসে। সেবার শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান।
২০১৪: ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডস তার ২০০ বছর পূর্ণ করে।
২০১৫: লর্ডসে টেস্ট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি হাঁকান ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।
২০১৭: নারী বিশ্বকাপের সেই আসরের ফাইনালটি আয়োজিত হয় এই লর্ডসে। যেখানে ভারতকে হারিয়ে শিরোপা জেতে স্বাগতিক ইংল্যান্ড।
২০১৯: লর্ডসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপে পঞ্চমবারের মতো ফাইনালের আয়োজক লর্ডস।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!