আজ এগিয়ে যাওয়ার পালা

শ্রীলঙ্কা-আফগানিস্তান দুদলরই উড়ন্ত সূচনার পর শেষের দৈন্যদশার মধ্যে শেষ হাসি হেসেছে শ্রীলংকা। লোস্কোরিং এ ম্যাচে তাদেরকে অভিজ্ঞাতাই জয় এনে দিয়েছে।

এই জয় শ্রীলংকাকে প্রতিযোগিতায় টিকিয়ে রেখেছে। পক্ষান্তরে আফগানিস্তান তলানিতে পড়ে রইল।

বাংলাদেশ আজ আবার নামবে ওভালে। সব কিছু আগের মতো চেনাজানা, শুধু প্রতিপক্ষ বদল। তাও জানাশুনা প্রথম ম্যাচে শ্রীলংকাকে ১০ উইকেটে উড়িয়ে দেয়া নিউজিল্যান্ড। আজ যারা জিতবে তারা শীর্ষ চারের দৌড়ে এগিয়ে থাকবে। ধারাবাহিকতাই বাংলাদেশের বিশ্বাস ও শক্তির জায়গা। ত্রিদেশীয় সিরিজ থেকে যা অর্জিত হয়েছে।

আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বোলাররাই ফলের নিয়ামক হতে পারে। গতিতে নিউজিল্যান্ড এগিয়া থাকলেও ঘূর্ণি বৈচিত্র্য আমাদের বেশি। মাঝে কিছুটা পথ হারানো মোস্তাফিজ বিশ্ব ক্রিকেটে একজনই। সে একাই একটা ম্যাচের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। আশা করি আজ একটা রোমাঞ্চকর ম্যাচ হবে- যেখানে জয়ের সম্ভাবনা দুদলেরই সমানসমান।

অন্য ম্যাচে আজ ‘বড়’ দল ভারত নিজস্ব প্রথম খেলায় মুখোমুখি হবে পরপর দুম্যাচ হারা দ. আফ্রিকার সাথে। ভারত বিশ্বকাপের অন্যতম ভেফারিট দল হলেও দ. আফ্রিকা মরণ কামড় না দিয়ে ছাড়বে না। কাজেই দুদলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচটি একটি আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!