নগরীতে পার্কভিউ হাসপাতালের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার

নগরীতে পার্কভিউ হাসপাতালের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার 1নিজস্ব প্রতিবেদক : নগরীর পাঁচলাইশ এলাকায় পার্কভিউ হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এ হাসপাতালের যাত্রা শুরু হবে।

নিজস্ব জায়গায় নির্মিত এ হাসপাতালের রোগীরা কার্ডিওলজি, কিডনি, গাইনি, মেডিসিন, নিউরোলজি, পেডিয়াট্রিকসহ বিভিন্ন বিশেষায়িত রোগের চিকিৎসাসেবা পাবেন। এছাড়াও সকল পরীক্ষা নিরীক্ষা উপর রয়েছে ২০ শতাংশ অটো ডিসকাউন্ট।

বুধবার সকালে যাত্রা শুরু উপলক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ডা. এটিএম রেজাউল করিম লিখিত বক্তব্যে এসব তথ্য জানান।

বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, চট্টগ্রামে স্বাস্থ্যখাতের সুযোগ সুবিধা অনেকটা অপ্রতুল। তাই আমরা চট্টগ্রামের শহরে নিজস্ব জায়গায় হাসপাতালটি অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে চালু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে আমরা ১০০ শয্যা চালু করছি। পর্যায়ক্রমে এটি ২০০ শয্যায় উন্নীত হবে।

তিনি বলেন, রোগীর নিবিড় পরিচর্যার জন্য আমরা আইসিউ, এইচডিইউ, এসডিইউ, এআইসিইউ’র মতো সেবা অন্তর্ভূক্ত করেছি। এছাড়ও কিডনি রোগীদের জন্য ১০টি ডায়ালাইসি বেড, আটটি অপারেশন থিয়েটার, গাইনীদের জন্য উন্নতমানের লেবার রুম ও ওটি সেবাও চালু করছি।

প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক, অর্থনৈতিক উপদেষ্টা ডা. মো. ইউসুফ এবং ডা. ইব্রাহিম খলিল উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, প্রকৌশলী মুমিনুল হক প্রমূখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!