চট্টগ্রাম এ্যাপোলো হসপিটাল চেন্নাই সেন্টারে অর্থোপেডিক ও কার্ডিওলোজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শুক্রবার ২৯ মার্চ বিকাল ৫টায় চট্টগ্রাম ক্লাবে এ্যাপোলো হসপিটাল চেন্নাই চট্টগ্রাম সেন্টারের সৌজন্যে অর্থোপেডিক ও কার্ডিওলোজি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ক্রিস্টাল হেলথ সার্ভিস এর সিইও মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে উক্ত সেমিনারে এ্যাপেলো হসপিটাল চেন্নাই এর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট ডা: এম এম ইউসুফ এবং অর্থোপেডিক এর সার্জেন্ট ডা. কুণাল প্যাটেল উক্ত অনুষ্ঠানে অর্থোপেডিক ও কার্ডিওলোজি বিষয়ক আলোচনা করেন। সেমিনারে আরো আলোচনায় অংশগ্রহণ করেন হেলথ কানেক্ট ইন্টারন্যশনাল এর চেয়ারম্যান মি. শফিক আজম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক ডা: সানজিনা আলম, ডা: রাইসা রহমান, ডা: ইশরাক জাহান রুমকি, ডা: ফেরদৗস ফাতেমা এবং ইউএসটিসি এর ডা: ফজলে রাব্বি ও ডা: ইমতিয়াজ উদ্দিন। সেমিনারে উপস্থিত ছিলেন ক্রিস্টাল কর্পোরেশনের সিএফও মি. আশফিক উল্লাহ, হেড অব সেলস মি. মাসুদ আলম, ফাইন্যান্স অফিসার মি. রাশেদুল আনোয়ার, এ্যাপোলো হসপিটাল চেন্নাই চিটাগাং সেন্টারের কো অর্ডিনেটর মি. মেহেদী হাসান, প্যাসেন্ট অ্যাডভাইঁজার মওদুদ আহমেদ। এ সময় দু’দেশের চিকিৎসকগণ বিভিন্ন স্থান থেকে আগত রোগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ্যাপোলো চেন্নাই হসপিটালের সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট এমএম ইউসুফ বলেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির মাধ্যমে কিভাবে হার্ট ট্রান্সপ্লান্ট করা যায় সে বিষয়ে আলোকপাত করেন। অর্থোপেডিক সার্জন ডা. কুনাল প্যাটেল বলেন- অর্থোপেডিক এর আঘাত পাওয়ার সাথে সাথে ডাক্তার এর শরণাপন্ন হতে হবে এবং ক্রিটিক্যাল ইনজুরি, স্পোর্টস ইনজুরি বিষয়ে রোবটীক চিকিৎসা ব্যবস্থার উপরে জ্ঞানগর্ভ আলোকপাত করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!